ইমেইল স্পুফিং কি? কিভাবে করতে হয় এবং ইমেইল স্পুফিং থেকে বাচার উপায়।
ইমেইল স্পুফিং কি
স্পুফ (spoof) শব্দের অর্থ প্রতারণা করা, ধোকা দেওয়া। সাইবার জগতে স্পুফ মানে কোন অনলাইন ব্যবহারকারী বা সিস্টেমকে ধোঁকা দেয়া। স্পুফের অনেক পদ্ধতি রয়েছে কিন্তু সবচেয়ে বেশি স্পুফ ইমেইলের মাধ্যমে হয়ে থাকে। অনলাইনে নিজের সকল ইনফরমেশন হাইট করে কাউকে ইমেইল করার নামকেই ইমেইল স্পুফিং বলে। হ্যাকাররা বিভিন্ন ধরনের অ্যাপস, ওয়েবসাইট এবং বিভিন্ন টুলস এর মাধ্যমে ই-মেইল স্পুফিং করে থাকে। স্পুফ করা ইমেইল মেইল এড্রেস সহ মেইলটি কোথা থেকে আসছে। মেইলটি সেন্ড কারীর নাম সবই ফেইক থাকে। ভিকটিম রিপ্লাই করলে মেইলটি সাধারণত আরেকজনের কাছে চলে যায়। এ পদ্ধতিতে হ্যাকার ফিশিং লিংক পাঠিয়ে ভিকটিমের ইউজারনেম, পাসওয়ার্ড এবং যাবতীয় গোপন তথ্য যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক একাউন্ট নাম্বার, এক্সপায়ার ডেট ইত্যাদি ইনফর্মেশন হাতিয়ে নিতে পারে।কিভাবে ইমেইল স্পুফিং করতে হয়
আপনারা হয়তো অনেকে গুগলে অথবা ইউটিউবে সার্চ করে থাকেন। কিভাবে ইমেইল স্পুফিং করতে হয়। অনেক ভিডিও এবং পোস্ট পেয়ে থাকেন কিন্তু ইমেইল স্পুফ করার মত কোন টুলস বা অ্যাপস পান না। যেগুলো পান সেগুলো আবার ফ্রি না। এগুলো সবার পক্ষে কেনা সম্ভব না কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রি তে ইমেইল স্পুফিং করতে পারেন। এর জন্য আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে।সে জন্য এখানে ক্লিক করুন
তারপর এরকম একটা পেজ আসবে।
to email এর জায়গায় ভিকটিমের ইমেইল দিন যাকে আপনি ফেইক ইমেইল পাঠাতে চান।
sender name এর জায়গায় আপনার নাম দিন।
sender email এর জায়গায় আপনার ফেইক ইমেইল এড্রেস দিন। যে ইমেইল এর মাধ্যমে আপনি ফেইক মেইল পাঠাতে চান।
subject এর জায়গায় সাবজেক্ট এবং
messege এর জায়গায় আপনার মেসেজ দিয়ে
send button এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেলো।
ইমেইল স্পুফিং থেকে বাঁচার উপায়।
ইমেইল স্পুফিং থেকে বাঁচতে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে মেইলটি আসছে সেটা কোথায় থেকে আসছে। এর smtp সার্ভার কি? সেটা দেখে নিন। যদি সন্দেহ মনে হয় তাহলে মেইলটা স্পাম বক্সে দিয়ে দিন। তাহলে পরবর্তীতে হ্যাকার কর্তৃক কোন ফেইক মেইল আসলে সেটা আপনার ইনবক্সে না এসে স্পাম বক্সে চলে যাবে। এ পদ্ধতি অবলম্বন করে ইমেইল স্পুফিং থেকে বাঁচতে পারবেন।
সতর্কতা
ইমেইল স্পুফিং করা খুব সহজ কিন্তু ইন্টারনেটের সবচেয়ে বড় ভয়ানক ক্রাইমের মধ্যে এটি অন্যতম ক্রাইম। বর্তমানে যত ক্রেডিট, কার্ড ডেবিট কার্ড ও পেপাল হ্যাক করা হয়। তার ৭৫% একাউন্ট শুধুমাত্র ইমেইল স্পুফিং এর মাধ্যমে হয়ে থাকে। এই সাইটটি শেয়ার করা হয়েছে শুধুমাত্র শেখার উদ্দেশ্যে। দয়া করে কেউ অবৈধ কাজে ব্যবহার করবেন না। যদি করে থাকেন তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
1 Comments
Best Article
ReplyDeleteplease do not enter any spam link in the comment box