ব্রুট ফোর্স এটাক Brute-force Attack & ডিকশন্যারি এট্যাক Dictionary attack কি?

 
Bruteforce attack

ব্রুট ফোর্স এটাক Brute-force Attack & ডিকশন্যারি এট্যাক Dictionary attack কি?


ব্রুটফোর্স এট্যাক (Bruteforce attack)--->.

আপনি কারো মোবাইল বা কম্পিউটারে লগইন করতে গেলেন। তার পাসওয়ার্ড আপনি জানেন না। তাহলে সাধারনত কি করেন? অনুমান করে একটি পাসওয়ার্ড লিখে দেন। এটি লগইন না হলে কি করেন? আরেকটা দেন। তারপর আরেকটা।

ব্রুট ফোর্স এটাক (Brute-force Attack) ---

আন্দাজ করে একের পর এক পাসওয়ার্ড দিয়ে যাওয়া। এবং পাসওয়ার্ড ভেঙে সার্ভারে প্রবেশ করা। কিন্তু এক্ষেত্রে একের পর এক পাসওয়ার্ড প্রদান করার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়।


বিস্তারিত 


ব্রুটফোর্সের ক্ষেত্রে মুলত কোনো আলাদা সফটওয়্যার বা টুলস ব্যাবহার করে নির্দিষ্ট পাসওয়ার্ড কে , A-Z, a-z,1-0, @#%& ইত্যাদি বর্ণ, সংখ্যা এবং চিহ্ন সমুহকে পর্যায়ক্রমে একেরপর এক নানা কম্বিনেশনে বসিয়ে টেস্ট করা হয়. যেমন -


->>aaaaaaa,

bbbbbbb,

ccccccc,

->>aaaaaaab

aaaaaaaac

aaaaaaaad


এভাবে টুলসএর সাহায্যে পর্যায়ক্রমে অটোমেটিক্যালি টেস্ট চলতে থাকে. এবং পাসওয়ার্ড ম্যাচ হওয়ার সাথে সাথেই এট্যাক বন্ধ হয়ে যায় এবং এট্যাকার কে তার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড শো করে... যার ফলে আপনার পাসওয়ার্ড ক্রাক হওয়ার ১০০% সম্ভাবনা থাকলেও এটি জটিল পাসওয়ার্ড যেমন এলফাবেট্যিকাল আপারকেস, লোয়ারকেস & নিউমেরিক কম্বিনেশন পাসওয়ার্ড (@M@KE_@MAR_M0T0_TH@KTE_D@W) টাইপের গুলা ক্রাক করতে প্রচুর সময় নিবে... ডিভাইস পার্ফমেন্স, নেটওয়ার্ক স্পিড, পাসওয়ার্ড স্ট্রিক্টনেস এর উপর ক্রাক হওয়ার সময় ডিপেন্ড করবে... এখন ওই পাসওয়ার্ড কি কয়েক ঘন্টার ভেতর ক্রাক হবে নাকি কয়েক বছর পর সেটা মূলত আপনার ভিক্টিম এর স্মার্টনেসের উপর নির্ভর কবরে. যদিও আমি মনে করি যে এতো সময় লাগবে নাহ. 

ব্রুটফোর্স টুলস ব্যাবহার করে পাশের বাসার ওয়াইফাই থেকে শুরু করে গফ এর ফেবু তেও আপনি এট্যাক চালাতে পারবেন.

আপনারা যারা এনড্রয়েড ইউজার আছেন তাদের জন্য একটা ওয়াইফাই ব্রুটফোর্সিং এপ এর নাম দিলাম আ্যাপ টি হলো --> Wibr+ (প্লেস্টোর এ পাবেন)

ডিকশনারি এট্যাক (Dictionary Attack)--->

এক্ষেত্রে কমন কিছু কাস্টম পাসওয়ার্ড লিস্ট তৈরী করে একের পর এক লগইন করার চেষ্টা করা হয়(টুলস এর মাধ্যমে)। আর এ জন্য অনেক বেশি সংখ্যকবার পাসওয়ার্ড দিতে হয়।

আপনি চাইলে নিজেই ইই পাসওয়ার্ড লিস্ট ক্রিয়েট করতে পারেন. পাসওয়ার্ডের তালিকা হ্যাকারগণ বিভিন্নভাবে সংগ্রহ করে থাকে। আপনারা বিভিন্ন ওয়েবসাইটস থেকেও এসব পাসওয়ার্ড লিস্ট কালেক্ট করতে পারেন.আপনারা হয়তো শুনে থাকবেন যে বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটস এর পাসওয়ার্ড লিক হয়. ওসব পাসওয়ার্ড আর আরও কিছু কমন টাইপের পাসওয়ার্ড এর কম্বিনেশনে এসব পাসওয়ার্ড লিস্ট ফাইল বানানো হয়.

আপনাদের জন্য ১০ মিলিয়ন+ পাসওয়ার্ড লিস্ট এর লিংক দিলাম। 


wait 59 seconds for download




ডিকশনারী এটাকের জন্য বিভিন্ন সফটওয়্যারও পাওয়া যায়।আপনারা দয়া করে গুগল থেকে টুলস গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন...

আপনাদের বোঝানোর জন্য সাধ্যমতো চেষ্টা করলাম... বোনাস হিসেবে এক্টা টুল আর এক্টা লিস্ট দিলাম. আশা করি বাকি টা আপনারা নিজেই গুগলিং করে বুঝে নিতে পারবেন।  কমেন্ট সেশন তো আছেই. .. দয়া করে কেউ আমাকে কিছু হ্যাক করে দেওয়ার রিকোয়েস্ট করবেন না... নিজে ট্রাই করুন... আমি আবারও বলছি যে হ্যাকিং টা অনেক সাধনার বিষয়... পরিশ্রমের ফল অবশ্যই পাবেন. ভুল থাকলে ধরিয়ে দিবেন. ধন্যবাদ.


Post a Comment

0 Comments