Phishing কি? হ্যাকার ফিশিং কিভাবে করে

 

phishing

Phishing কি? হ্যাকার ফিশিং কিভাবে করে


ফিশিং হ্যাকিং জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অতি পরিচিত একটি অ্যাটাক। আমি আপনাদের সাথে ৩ পোষ্টে ৩ রকমের ফিশিং নিয়ে কথা বলবো।


ABOUT PHISHING

ইন্টারনেটে ফিশিং (ইংরেজিতে Phishing) বলতে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য - ইত্যাদি সংগ্রহ করাকে বোঝানো হয়ে থাকে।


প্রতারকেরা এই পদ্ধতিতে সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে মানুষের কাছ থেকে তথ্য চুরি করে। তবে ফিশিংটা ইমেইল ও ইনস্ট্যান্ট মেসেজের মাধ্যমে করা হয়ে থাকে। মনে করুন কোন হ্যাকার বা প্রতারক আপনার ফেসবুক id হ্যাক করতে চায়। তাহলে সে প্রথমে ফেসবুক এর Login page-এর Clone পেজ তৈরি করবে এবং তাতে PHP Code-এর মাধ্যমে ফিশিং কোড দিয়ে দিবে। সে কোড এমনভাবে করবে যে, আপনার কাছে তার তৈরিকৃত ওই ওয়েবসাইট পেজের লিঙ্ক মেসেজের মাধ্যমে আপনাকে দিয়ে দিবে। কিন্তু সে জানে আপনি সহজে ওই লিঙ্কে ক্লিক করবেন না। তাই সে হইত লিখবে, ওমকে ফেসবুকে আপনার নামে বিনা কারনে গালি-গালাজ করছে এবং আপনি হইত সত্যি ভেবে ওই লিঙ্ক এ ক্লিক করবেন । ওই লিঙ্ক এ ক্লিক করলে আপনাকে একটি পেজে নিয়ে যাওয়া যেটা দেখতে একেবারে ফেসবুকের লগিন পেজের মত। আপনি হইত ভাববেন কোন কারন বসত হইত আপনার অ্যাকাউন্ট থেকে আপনি Log Out হইয়ে গেছেন। তাই আপনি আবার লগিন করতে যখন আপনার ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড ওই খানে দিবেন তখনি আপনার id-র ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড ওই হ্যাকারের কাছে চলে যাবে। আপনি বুজতেও পারবেন না যে আপনার ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড অন্য জনের কাছে চলে গিয়েছে। কেন বুজতে পারবেন না জানেন? কারণ, আপনি লগইনে ক্লিক করার সাথে সাথে পেজটা Redirect হয়ে Facebook-এর Official পেজে পৌঁছে যাবে। এভাবেই ইমেইল ধারাও ফিশিং করা হয়। 


ফিশিং থেকে বাচার উপায় কি?


হ্যাঁ, উপায় আছে এবং সবচেয়ে বড় সমাধান হল আপনার সচেতন হউয়া। কিভাবে সচেতন হবেন? আর কিভাবে, চেক না করে কোন লিঙ্কে প্রবেশ করবেন না। করলেও url চেক দিবেন। কারণ, যত বড়ই ফিশিং অ্যাটাক হোক, সে তার url অরিজিনাল ওয়েবসাইটের url-এর মতো রাখতে পারবে না। যেমন মনে করেন, গুগল এর ফিশিং পেজের url কখনই https://google.com হবে না। হইত এর সাথে সামঞ্জস্য রেখে থাকবে https://g00gle.com । এখানে কিন্তু গুগলের ডাবল "ও" ব্যবহার না হয়ে ডাবল "জিরো" ব্যবহার করা হয়েছে। দেখতে কিন্তু প্রায় একই রকম। তাই ভালোভাবে চেক করেই ইনফর্মেশনগুলো দিবেন। 

Thank you!


আর্টিকেল লিখেছেন Md.Hussain Molla


Post a Comment

0 Comments